why IT firm is needed

উদ্যোক্তাদের জন্য আইটি(IT) ফার্মের প্রয়োজনীয়তা

যুগের পরিবর্তনের সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়ে থাকে। তেমনি ব্যবসাতেও ব্যাপক পরিবর্তন লক্ষ করা যায়। পরিবর্তনগুলোর সাথে মানিয়ে নিতে না পারলে হারিয়ে যেতে হবে এটাই হয়ত স্বাভাবিক নিয়ম। শুধুমাত্র পরিবর্তন করলেই হবে না বরং যথা সময়ে যথাযথ পরিবর্তন করতে হবে। তা না হলে আপনার অবস্থা হতে পারে বিখ্যাত কোডাক্ট ক্যামেরা অথবা নোকিয়া ফোনের মত।

নতুন অথবা পুরাতন সব ধরণের উদ্যোক্তার জন্য কেন আইটি কোম্পানির প্রয়োজন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো।

ব্যবসার সাথে প্রযুক্তি সম্পর্ক দিন দিন আরো ঘনিষ্ট হচ্ছে এবং করোনা পরিস্থিতি সেটাকে আরো তরান্বিত করেছে। এখন শুরু ব্যবসা সম্পর্কে ভাল ভাবে জানলেই হবে না সেই সাথে আপনার ব্যবসার জন্য কোন কোন প্রযুক্তি কতটুকু ব্যবহার করতে হবে সেটাও জানতে হবে।

দেখুন একসাথে অনেক কিছুতে নিজেকে পারদর্শী বা বিশেষজ্ঞ করে তোলা সম্ভব নয়। তাই সহযোগী হিসাবে কাউকে যদি কাজে লাগাতে পারেন সেটা আপনার ব্যবসার জন্য সুফল বয়ে আনবে। যেমনঃ আপনি যদি আপনার অফলাইনের ব্যবসাকে অনলাইনে আনতে চান তাহলে আপনার ব্যবসাকে সঠিক ভাবে, আপনার অর্থনৈতিক পরিস্থিতি বুঝে কী কী প্রযুক্তির সংমিশ্রণ লাগবে সেটা একটা প্রোফেশনার আইটি ফার্ম আপনাকে কনসালটেন্সি দিতে পারবে।

আইটি ফার্ম আপনাকে যে যে বিষয়ে সাহায্য করতে পারবে-

আপনার ব্যবসার জন্য প্রথমেই সোশ্যাল মিডিয়া দরকার হবে।

  • সেটা কতটুকু দরকার হবে,
  • কোন কোন সোশ্যাল মিডিয়া দরকার হবে,
  • সোশ্যাল মিডিয়াতে আসার আগেই কোন ধরণের নাম ঠিক করতে হবে, ডোমেন কিনতে হবে, পরে অবস্থা ভাল হলে ওয়েবসাইট কখন করতে হবে এবং কেন করতে হবে,
  • লোগো, কনটেন্ট, অডিয়েন্স, কী-ওয়ার্ড এবং পোষ্ট কেমন হবে,
  • অর্গানিক ভাবে কিভাবে মার্কেটিং করতে হবে ও কখন করতে হবে,
  • পেইড মার্কেটিং এর জন্য কিভাবে করলে আপনার জন্য সুবিধা হবে এবং রি-টার্গেটিং ও রি-মার্কেটিং কিভাবে করা যেতে পারে (শুধু বুষ্ট করা মেনেই মার্কেটিং না এটা মাথায় রাখবেন)

 

ই-কমার্স ওয়েবসাইট ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

ফেসবুক পেজ কিন্তু আপনার সম্পত্তি নয় এবং ফেসবুক যখন ইচ্ছা তাঁদের ব্যবসা গুটিয়ে নিতে পারে, দেশের সরকার বন্ধ করে দিতে পারে, ফেসবুক ইচ্ছা করলেই আপনার পেজ অফ রাখতে পারে। এভাবে অনেক ধরণের উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

কিন্তু নিজের ব্যবসাকে ব্র্যান্ডিং করতে হলে অবশ্যই নিজের একটি ওয়েবসাইট থাকতে হবে।

অনেকেই না বুঝেই বলে থাকেন যে, আরে ভাই আমাদের দেশের মানুষ ফেসবুক ছাড়া কিছু বুঝে না বা ওয়েবসাইট থেকে তাঁরা কিনে না।

দেখুন আমাদের দেশের মানুষ এতো দিন অফলাইনে কেনা-কাটা করতো বা ব্যবসা পরিচালনা করতো। আর অনলাইনে কেনা-বেচা ১-৩ % হতো। কিন্তু পরিস্থিতি এখন পরিবর্তন হচ্ছে এবং মানুষ এই নতুন অবস্থার সাথে অভিযোজিত হচ্ছে। তাই হয়ত এখনও বুঝে উঠতে কিছুটা সময় লাগছে। কিন্তু যারা সচেতন তাঁরা কিন্তু আপনার পেজে গেলেও প্রথমেই খুঁজে দেখে আপনার ওয়েবসাইট আছে কিনা, সেটা কতটা সমৃদ্ধ, রিভিউ কেমন আছে ইত্যাদি।

তাই ভবিষ্যতের কথা ভেবে ব্যবসাকে সাজাতে হবে। এজন্য বলতেই হচ্ছে যে শুধু ফেসবুক পেজ আপনার অস্তিত্ব প্রকাশ করতে পারে না। সেটা শুধু ওয়েবসাইটের মাধ্যমেই সম্ভব কারণ সেখানে আপনার মালিকানা আছে।

তাহলে ই-কমার্সে আইটি ফার্মের গুরুত্বঃ

  • ই-কমার্স সাইটের জন্য প্রথমেই ডোমেন, হোস্টিং লাগবে। তাই কী ধরণের ডোমেন আপনার জন্য ভাল হবে এবং হোস্টিং এর জন্য কতটুকু সার্ভারে জায়গা লাগবে,
  • কনটেন্ট, কী-ওয়ার্ড, ছবি, ভিডিও ইত্যাদি কী ভূমিকা পালন করে,
  • ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট কিভাবে করতে হবে,
  • ইনভেন্টরি বেসিক টা লাগবে না-কি এডভান্সর্ড,
  • একাউন্টিং সফটওয়্যার কেন লাগবে,
  • রেগুলার maintenance এবং আপডেট প্লান কেন থাকা ভাল,
  • সার্চ ইঞ্জিনে রেঙ্কিং এ নিয়ে আসতে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কেন লাগবে, (লং টার্মের জন্য এই প্লান থাকতে হবে)
  • সার্চ ইঞ্জিন মার্কেটিং কখন এবং কেন দরকারী,
  • সর্বোপরি মার্কেট বিশ্লেষণ করে আপনাকে সর্বক্ষণিক গাইড করার জন্য

সোজা কথা, আপনার কখন কী লাগবে, কোনটা করলে ভাল হবে, কখন করতে হবে, কী করা উচিত হবে না, কেন করতে হবে ইত্যাদি নিয়ে আপনাকে সঠিক সময়ে দিক নির্দেশনা দেবার জন্য একটি প্রফেশনাল আইটি ফার্মকে আপনার সহযোগী পার্টনার বানাতে পারেন। আর কোন কিছু দাঁড় করাতে গেলে কিন্তু অবশ্যই দীর্ঘ মেয়াদী প্লান দরকার হবে।

তাছাড়াও ইনহাউজ কাজ করাতে গেলে আপনার যে পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তার থেকে একটা প্রফেশনাল ফার্মকে দিয়ে স্ট্যান্ডার্ড খরচে করাতে পারবেন।

তাই পরিশেষে বলা যায়, স্বাস্থ্য ঠিক রাখতে গেলে যেমন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা দরকার তেমনি আপনার ব্যবসার প্রযুক্তিগত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আইটি ফার্মের কনসালটেন্সি দরকার।

দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করে আপনার বাজেট অনুযায়ী একটি প্রতিষ্টিত কোম্পানির সাথে কাজ শুরু করতে পারেন। সস্তা অথবা এখন করি পরে ভালো কাউকে দিয়ে আবার কাজ করাবো, এই ধারণা থেকে বের হয়ে আসুন।