Facebook page থেকে reach, engagement, sell বাড়াতে দুই ধরণের মার্কেটিং প্লান দরকার।
১। অর্গানিক মার্কেটিং
২। পেইড মার্কেটিং
১। অর্গানিক মার্কেটিং:
- ফেসবুক ফেন্ডলিস্টের সবার সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। মাঝে মাঝেই তাঁদের সাথে হাই/ হ্যালো করতে হবে, বিভিন্ন উৎসবে শুভেচ্ছা বিনিময় করতে হবে, তাঁদের জন্মদিন অথবা আনন্দের দিনে শুভেচ্ছা বার্তা প্রেরণ করতে হবে।
- Direct sell approach না করে সমস্যা চিহ্নিত করতে হবে এবং সমাধান হিসাবে নিজের পণ্য অথবা সার্ভিসকে উপস্থাপন করতে হবে।
- নিজের পেজ থেকে নিয়মিত এনগেজমেন্টের উপর ভিত্তি করে ১-৩ টা পোষ্ট দেওয়া উচিত। তবে একটি পোষ্টে ১-৪ টার বেশি ছবি ব্যবহার করা উচিত হবে না এবং উপযুক্ত বর্ণনা দিতে হবে যেন স্বল্প সময়ে ক্রেতা মোটামুটি স্বচ্ছ ধারণা পেতে সক্ষম হয়।
- অন্য গ্রুপের নিয়ম জেনে পোষ্ট করুন। কারণ কিছু কিছু গ্রুপে ডিরেক্ট লিংক শেয়ার করা যায় এবং কিছু কিছু গ্রুপে ডিরেক্ট লিংক শেয়ার করলে এপ্রুভ করে না।
- ভিডিও আপলোড করলে এবং ফেসবুক লাইভ করলে অন্যান্য পোষ্ট থেকে প্রায় ৭৫%-৯৫% পর্যন্ত এনগেজমেন্ট বাড়ার সম্ভাবনা থাকে।
- অন্যের পোষ্টে Logical + Positive + Interactive কমেন্ট করুন তাহলে খুব দ্রুত নেটওয়ার্কিং বাড়ার সম্ভাবনা তৈরি হবে।
- নিজের এক্টিভিটি এবং প্রতিযোগীদের ভাল ভাবে মনির্টরিং করুন, বিনয়ী এবং সততা বজায় রাখুন। সেই সাথে প্রযুক্তির সাথে আপডেট থাকা জরুরি।
২। পেইড মার্কেটিং :
- Goal সেট করতে হবে
Ads করতে চাওয়ার আগে আপনাকে আগে লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করে নিতে হবে। কেন, কিসের জন্য, কী লক্ষ্যে বা উদ্দেশ্যে ads করতে চাচ্ছেন সেটা বুঝতে হবে এবং বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
- Campaign Objectives নির্দিষ্ট করতে হবে
Campaign কেন করবেন তা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। Campaign objectives হতে পারে যেমন App Installs, Brand Awareness, Catalogue Sales, Conversions, Desktop App Engagement, Desktop App Installs, Event Responses, Lead Generation, Messages, Mobiles App Installs, Offer Claims, Page Likes, Post Engagement, Reach, Store Traffic, Traffic, Video Views। আপনার কাছে যদি objectives স্পষ্ট না থাকে তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবেন।
- Audience Targeting
লোকেশন, বয়স, লিঙ্গ ইত্যাদি বিশ্লেষণ করে detailed targeting ঠিক করে ফেলুন।
- Boost Duration & Total Budget
প্রথমে ১-২ দিনের জন্য বুষ্ট না করে ৪-৫ দিনের জন্য বুষ্ট করবেন এবং সর্বনিম্ন ১ ডলার করে প্রতিদিনের বাজেট রাখবেন অথবা টাকার হিসাবে প্রতিদিন সর্বনিম্ন ১০০ টাকা করে।
- Ads Placement
আপনার Ads ফেসবুকে, ম্যাসেঞ্জারে, ইনস্টাগ্রামে নাকি হোয়াট’স এ্যাপ কোথায় দেখাতে চান সেটা নির্ধারণ করে দিতে হবে। Ads Placement করার জায়গাগুলো যেমনঃ Facebook feeds(desktop), Facebook feeds(mobile), Facebook right column, Facebook Marketplace, Instagram feed, Instagram stories, Audience Network, Messenger inbox, Messenger Stories, Facebook in-stream video (desktop), Facebook in-stream video (mobile)
- Ads Report Monitoring
Ads চলাকালীন campaign এর উপর ভিত্তি করে বিভিন্ন queries আসতে পারে। সেগুলো ভালভাবে মনির্টরিং করতে হবে এবং যথাযথ সার্পোট দিতে হবে। সেই সাথে campaign শেষ হলে টোটাল রিপোর্ট দেখতে হবে। তারপর analysis করে re-targeting and re-marketing করতে হবে।
১ম পর্ব: ফেসবুক পেজের পরিপূর্ণ সেটআপ :
২য় পর্ব : ফেসবুক শপের কার্যক্রম এবং সেটআপের (A to Z):
৩য় পর্বঃ ফেসবুক পেজে কিভাবে পণ্যের বিবরণ লিখবেন যা এনগেজমেন্ট বাড়াবে:
৪র্থ পর্বঃ ফেসবুকের properties ব্যবহার করে নেটওয়ার্কিং বাড়ান: